ঢাকা শনিবার
২৭ এপ্রিল ২০২৪
১২ সেপ্টেম্বর ২০২১

বাংলাদেশে প্রথম ৪০ তলা ভবনের নির্মাণ কাজ শুরু


নিউজ ডেস্ক
79

প্রকাশিত: ০২ জুলাই ২০১৯
বাংলাদেশে প্রথম ৪০ তলা ভবনের নির্মাণ কাজ শুরু



স্টাফ রিপোর্টার : রাজধানী ঢাকায় প্রথমবারের মতো ৪০ তলা বাণিজ্যিক ভবন ‘শান্তা পিনাকেল’-এর নির্মাণকাজ শুরু করেছে দেশের স্বনামধন্য রিয়েল এস্টেট প্রতিষ্ঠান শান্তা হোল্ডিংস লিমিটেড। স্থপতি এহসান খানের নকশায় করা এ ভবনের কাজ শেষ হবে ২০২২ সালের ডিসেম্বরে। ভবনটির স্ট্রাকচারাল, ফাসাদ ও এমইপি বিশেষজ্ঞ হিসেবে কাজ করছে সিঙ্গাপুরের অন্যতম প্রকৌশল প্রতিষ্ঠান মেইনহার্ট গ্রুপ। সোমবার, ০১ জুন নিজস্ব কার্যালয় শান্তা ওয়েস্টার্ন টাওয়ারে ঢাকার প্রথম ৪০ তলা বাণিজ্যিক ভবনের নির্মাণকাজের উদ্বোধন করেন শান্তা হোল্ডিংসের এমডি খন্দকার মনির উদ্দিন ও স্থপতি এহসান খান। এ সময় প্রতিষ্ঠানটির জ্যেষ্ঠ ব্যবস্থাপনা দলের সদস্যরা উপস্থিত ছিলেন। পাঁচটি স্তরের মেকানিক্যাল ভেন্টিলেশন সম্পন্ন ৩৪০টি গাড়ি পার্কিংয়ের সুব্যবস্থাসহ এ বাণিজ্যিক ভবনে থাকছে বিশ্বমানের ক্যাফে, প্যানারোমিক ভিউসহ রুফটপ রেস্টুরেন্ট, সাতটি অত্যাধুনিক হাই স্পিড ও একটি ফায়ারম্যান লিফট, দুটি প্রেসারাইজড ফায়ার স্টেয়ার্স, উন্নত প্রযুক্তির অগ্নিনির্বাপণ ব্যবস্থা, কেন্দ্রীয় নিরাপত্তা ব্যবস্থাপনা, বিল্ডিং ম্যানেজমেন্ট সিস্টেম, ৪৫ ফুট উচ্চতার সুপ্রশস্ত প্রবেশ লবিসহ অন্যান্য অত্যাধুনিক সুবিধা। ভবনটি হতে যাচ্ছে দেশের প্রথম উইন্ড টানেল টেস্টেড ভবন, যার নকশা করেছে আরডব্লিউডিয়াই সিঙ্গাপুর।

আরও পড়ুন: