ঢাকা রবিবার
০৫ মে ২০২৪
২৭ এপ্রিল ২০২৪

মার্কেন্টাইল ব্যাংকের চেয়ারম্যান হচ্ছেন মোরশেদ আলম


নিউজ ডেস্ক
124

প্রকাশিত: ২৭ জুন ২০১৯
মার্কেন্টাইল ব্যাংকের চেয়ারম্যান হচ্ছেন মোরশেদ আলম



স্টাফ রিপোর্টার : নিয়মনীতি ও আইনের তোয়াক্কা না করে মার্কেন্টাইল ব্যাংকের চেয়ারম্যান হতে যাচ্ছেন ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স (এনএলআই) কোম্পানির চেয়ারম্যান মোরশেদ আলম। ব্যাংকের একাধিক পরিচালকের সঙ্গে কথা বলে এ বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। নাম প্রকাশ না করার শর্তে ব্যাংকটির একজন পরিচালক বলেন, চলতি বছরের ২০ জুন অনুষ্ঠিত পর্ষদ সভায় বেশিরভাগ সদস্যই মোরশেদ আলমকে চেয়ারম্যান হিসেবে মেনে নিতে চাননি। মার্কেন্টাইল ব্যাংকের বর্তমান চেয়ারম্যান একেএম সাহিদ রেজা একজন দায়িত্বশীল ব্যক্তি হওয়ায় পরপর দুইবার চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন তিনি। এবছরও পরিচালকরা সাহিদ রেজাকে চেয়ারম্যান হিসেবে চেয়েছিলেন। তখন মোরশেদ আলম একটি সংস্থার ভয় দেখিয়ে নিজের নাম চেয়ারম্যান হিসেবে পাস করিয়ে নিয়েছেন। তিনি আরও বলেন, বাৎসরিক সভা (এজিএম) অনুষ্ঠানটি মোরশেদ আলম নিজের লোকদের দিয়ে নিয়ন্ত্রণ করেছেন। যে কারণে এজিএমে ব্যাংকের শেয়ারহোল্ডাররা পছন্দের কাউকে চেয়ারম্যান নির্বাচিত করতে পারেননি। কোনো কথা বলার সাহস পাননি। ব্যাংক কোম্পানি (সংশোধন) আইন, ২০১৩-এর ২৩-এর ১(ক) উপধারায় বলা হয়েছে, ‘কোনো ব্যক্তি কোনো ব্যাংক কোম্পানির পরিচালক হলে একই সময়ে তিনি অন্য কোনো ব্যাংক কোম্পানি বা আর্থিক প্রতিষ্ঠানের পরিচালক থাকবেন না। তবে এই আইন কার্যকর হওয়ার পর হতে সর্বোচ্চ দুই মেয়াদে কোনো বিমা কোম্পানির পরিচালক থাকতে পারবেন।’ আর্থিক প্রতিষ্ঠান আইন, ১৯৯৩-এর ২৫-এর ৩ উপধারায় বলা হয়েছে, ‘আপাতত বলবৎ অন্য কোনো আইনে যাহা কিছুই থাকুক না কেন, কোনো ব্যক্তি একাধিক আর্থিক প্রতিষ্ঠান বা একাধিক ব্যাংক কোম্পানির পরিচালক থাকবেন না।’ তবে প্রস্তাবিত ফিন্যান্স কোম্পানি আইন, ২০১৪-এর ২৭-এর ১(ক) উপধারায় বলা হয়েছে, ‘ফিন্যান্স কোম্পানির কোনো পরিচালক একই সময়ে অন্য কোনো ফিন্যান্স কোম্পানি বা ব্যাংক কোম্পানির পরিচালক থাকবেন না।’ জানা গেছে, নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য মোরশেদ আলম ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সে চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। বিমা ও ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী এই দায়িত্ব পালনকালে তিনি অন্য কোনো ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান বা বিমা কোম্পানির পরিচালক বা চেয়ারম্যান হতে পারবেন না। অথচ জনগণের ভোটে অর্পিত ক্ষমতার অপব্যবহার করে তিনি মার্কেন্টাইল ব্যাংকের চেয়ারম্যান হতে যাচ্ছেন। বিমা আইনের ৭৫ ধারায় বলা হয়েছে, অন্য কোনো আইনে যাহা কিছুই থাকুক না কেন, কোনো বিমা কোম্পানির কোনো পরিচালক একই সঙ্গে কোনো বিমা, কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের পরিচালক হতে পারবেন না। এ বিষয়ে জানতে চাইলে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) সদস্য গকুল চাঁদ দাস বলেন, ‘বিমা আইন অনুযায়ী একই ব্যক্তি একই সঙ্গে কোনো বিমা ও ব্যাংকে পরিচালক পদে থাকতে পারেন না।’ একই ব্যক্তি ব্যাংক ও বিমা কোম্পানির পরিচালক পদে আছেন, এ ধরনের তথ্য-প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি। এ বিষয়ে বক্তব্য নিতে মোরশেদ আলমের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি ধরেননি।

আরও পড়ুন:

বিষয়: