ঢাকা শনিবার
২৭ এপ্রিল ২০২৪
১২ সেপ্টেম্বর ২০২১

পুঁজিবাজারে আসছে আফতাব ফিড


নিউজ ডেস্ক
89

প্রকাশিত: ২৩ মে ২০১৯
পুঁজিবাজারে আসছে আফতাব ফিড



স্টাফ রিপোর্টার : পুঁজিবাজারে আসতে চায় জহুরুল ইসলাম গ্রুপের আরও একটি প্রতিষ্ঠান আফতাব ফিড প্রোডাক্টস লিমিটেড। আর এ লক্ষ্যে এএএ ফাইন্যান্স এন্ড ইনভেষ্টমেন্ট লিমিটেডের সাথে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বুক-বিল্ডিং পদ্ধতিতে আইপিওর মাধ্যমে ১০০ কোটি টাকা মূলধন উত্তোলন করতে চায় প্রতিষ্ঠানটি। এজন্য মার্চেন্ট ব্যাংক এএএ ফাইন্যান্স এন্ড ইনভেষ্টমেন্টকে ইস্যু ম্যানেজার নিয়োগের মাধ্যমে ২১ মে চুক্তিবন্ধ হয়েছে আফতাব ফিড। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এএএ ফাইন্যান্সের চেয়ারম্যান খাজা আরিফ আহমেদ, সিইও মোহাম্মদ ওবায়দুর রহমান এফসিএস এবং আফতাব ফিডের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক আবু লুৎফে ফজলে রহিম খান উপস্থিত ছিলেন। উল্লেখ্য, মার্চেন্ট ব্যাংকটির হাত ধরে দেশের অন্যতম ইলেকট্রনিক খাতে সবচেয়ে বড় প্রতিষ্ঠান ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড পুঁজিবাজারে আসছে। এছাড়া বহুজাতিক আইটি কোম্পানি ঠাকরাল ইনফরমেশন সিস্টেমস (প্রা:) লিমিটেডকে বাজারে আনতে কিছু দিন আগে একটি দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ঠাকরাল বাংলাদেশে জয়েন্টভেঞ্চার এবং আইটি খাতের বহুজাতিক একটি কোম্পানি।

আরও পড়ুন: