ঢাকা বৃহস্পতিবার
০২ মে ২০২৪
২৩ এপ্রিল ২০২৪

১০ কোম্পানির তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ


নিউজ ডেস্ক
70

প্রকাশিত: ২৯ এপ্রিল ২০১৯
১০ কোম্পানির তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ



স্টাফ রিপোর্টার : পুঁজিবাজারে তালিকাভূক্ত ১০টি কোম্পানির আর্থিক প্রতিবেদন সোমবার, ২৯ এপ্রিল প্রকাশ করা হয়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে। জিল বাংলা সুগার মিলস তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি-মার্চ,১৯) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। তথ্যমতে, আলোচ্য সময়ে কোম্পানির শেয়ার প্রতি লোকসান হয়েছে ২২ টাকা ৭২ পয়সা। আগের বছর একই সময়ে ছিল ৬ টাকা ৫৩ পয়সা। ৯ মাসে (জুলাই’১৮-মার্চ’১৯) কোম্পানির লোকসান হয়েছে ৫৮ টাকা ৯৯ পয়সা। আগের বছর একই সময়ে  ছিল ৩৬ টাকা ২৫ পয়সা। ফারইস্ট নিটিং তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি-মার্চ,১৯) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। তথ্যমতে, আলোচ্য সময়ে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে  ২৬ পয়সা। আগের বছর একই সময়ে ছিল ১৩ পয়সা। ৯ মাসে (জুলাই’১৮-মার্চ’১৯) কোম্পানির ইপিএস হয়েছে ৮৯ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ৮৮ পয়সা। আরএন স্পিনিং তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি-মার্চ,১৯) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। তথ্যমতে, আলোচ্য সময়ে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১৫ পয়সা। আগের বছর একই সময়ে ছিল ১৪ পয়সা। ৯ মাসে (জুলাই’১৮-মার্চ’১৯) কোম্পানির ইপিএস হয়েছে ৪৩ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ৫০ পয়সা। যমুনা অয়েল তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি-মার্চ,১৯) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। তথ্যমতে, আলোচ্য সময়ে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৭৮ পয়সা। আগের বছর একই সময়ে ছিল ৫ টাকা ৯ পয়সা। ৯ মাসে (জুলাই’১৮-মার্চ’১৯) কোম্পানির ইপিএস হয়েছে ১৫ টাকা ৭৭ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ১৭ টাকা ১৭ পয়সা। সাইফ পাওয়ার তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি-মার্চ,১৯) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। তথ্যমতে, আলোচ্য সময়ে কোম্পানির বেসিক শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩৯ পয়সা। আগের বছর একই সময়ে ছিল ৫৬ পয়সা। ৯ মাসে (জুলাই’১৮-মার্চ’১৯) কোম্পানির বেসিক ইপিএস হয়েছে ১ টাকা ২৭ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ১ টাকা ৬৫ পয়সা। ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি-মার্চ,১৯) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। তথ্যমতে, আলোচ্য সময়ে কোম্পানির কনসলিডেটেড শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩৭ পয়সা। আগের বছর একই সময়ে ছিল ১ টাকা ৪৪ পয়সা। ৯ মাসে (জুলাই’১৮-মার্চ’১৯) কোম্পানির কনসলিডেটেড ইপিএস হয়েছে ৯৯ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ৪ টাকা ৬৭ পয়সা। স্কয়ার ফার্মাসিউটিক্যালস তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি-মার্চ,১৯) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। তথ্যমতে, আলোচ্য সময়ে কোম্পানির কনসলিডেটেড শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৯৫ পয়সা। আগের বছর একই সময়ে ছিল ৩ টাকা ৭৭ পয়সা। ৯ মাসে (জুলাই’১৮-মার্চ’১৯) কোম্পানির কনসলিডেটেড ইপিএস হয়েছে ১১ টাকা ৯৩ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ১১ টাকা ২০ পয়সা। সোনারগাঁও টেক্সটাইল তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি-মার্চ,১৯) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। তথ্যমতে, আলোচ্য সময়ে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫৯ পয়সা। আগের বছর একই সময়ে লোকসান ছিল ২৭ পয়সা। ৯ মাসে (জুলাই’১৮-মার্চ’১৯) কোম্পানির ইপিএস হয়েছে ৮৮ পয়সা। আগের বছর একই সময়ে লোকসান ছিল ১ টাকা ২ পয়সা। সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি-মার্চ,১৯) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। তথ্যমতে, আলোচ্য সময়ে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৬৫ পয়সা। আগের বছর একই সময়ে ছিল ৬২ পয়সা। ৯ মাসে (জুলাই’১৮-মার্চ’১৯) কোম্পানির ইপিএস হয়েছে ১ টাকা ৩৪ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ১ টাকা ২৫ পয়সা। মেট্রো স্পিনিং তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি-মার্চ,১৯) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। তথ্যমতে, আলোচ্য সময়ে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৯ পয়সা। আগের বছর একই সময়ে ছিল ৬ পয়সা। ৯ মাসে (জুলাই’১৮-মার্চ’১৯) কোম্পানির ইপিএস হয়েছে ৩ পয়সা। আগের বছর একই সময়ে লোকসান ছিল ২ পয়সা।

আরও পড়ুন:

বিষয়: