ঢাকা বৃহস্পতিবার
০২ মে ২০২৪
২৩ এপ্রিল ২০২৪

সোমবার চীনা কনসোর্টিয়াম-ডিএসই চুক্তি


নিউজ ডেস্ক
43

প্রকাশিত: ১৪ মে ২০১৮
সোমবার চীনা কনসোর্টিয়াম-ডিএসই চুক্তি



স্টাফ রিপোর্টার :  চীনের শেনঝেন ও সাংহাই স্টক এক্সচেঞ্জ কনসোর্টিয়ামকে, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) কৌশলগত বিনিয়োগকারী হিসেবে অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। আজ বিকাল ৫টায় রাজধানীর হোটেল লা-মেরিডিয়ানে চীনা দুই স্টক এক্সচেঞ্জের সঙ্গে শেয়ার পারচেজ এগ্রিমেন্ট চুক্তি সম্পন্ন হবে বলে জানিয়েছে ডিএসই। প্রসঙ্গত, গত ৩ মে বিএসইসির ৬৪৩তম কমিশন সভায় এ চীনা কনসোর্টিয়ামকে কৌশলগত বিনিয়োগকারী বা স্ট্যাটেজিক পার্টনার করতে ডিএসইকে অনুমোদন দেওয়া হয়। সভায় ডিএসইর প্রস্তাবিত চীনের দুই প্রতিষ্ঠান শেনঝেন ও সাংহাই স্টক এক্সচেঞ্জ নিয়ে গঠিত কনসোর্টিয়ামকে কৌশলগত বিনিয়োগকারী করতে শর্ত পরিপালন সাপেক্ষে অনুমোদন দেওয়া হয়। এতে ১০ টাকা অভিহিত মূল্যের ৪৫ কোটি ৯ লাখ ৪৪ হাজার ১২৫টি শেয়ার প্রতিটি ২১ টাকা মূল্যে ‘শেয়ার ক্রয় চুক্তিপত্র’  অনুমোদন করা হয়। শর্তগুলোর মধ্যে প্রধান ৩টি হলো-
  • ১। এ সংক্রান্ত যাবতীয় কার্যক্রম সিকিউরিটিজ আইন ও দেশের প্রযোজ্য অন্যান্য আইনসহ এক্সচেঞ্জস ডিমিউচ্যুয়ালইজেশন আইন, ২০১৩ এবং ডিএসইর ডিমিউচ্যুয়ালইজেশন স্কিম অনুযায়ী পরিপালন করতে হবে।
  • ২। এই চুক্তির বাস্তবায়ন প্রক্রিয়া চুক্তি সইয়ের পরবর্তী ১ বছরের মধ্যে সম্পন্ন করে কমিশনকে অভিহিত করতে হবে।
  • ৩। কমিশনের পূর্ব অনুমোদন ব্যতীত চুক্তির শর্তাবলী ও আনুষাঙ্গিক অন্যান্য বিষয়াদি পরিবর্তন করা যাবে না।
 

আরও পড়ুন:

বিষয়: