ঢাকা বৃহস্পতিবার
০২ মে ২০২৪
২৩ এপ্রিল ২০২৪

সিঙ্গার বাংলাদেশের লভ্যাংশ ঘোষণা করবে ২৮ ফেব্রুয়ারি


নিউজ ডেস্ক
66

প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি ২০১৯
সিঙ্গার বাংলাদেশের লভ্যাংশ ঘোষণা করবে ২৮ ফেব্রুয়ারি



স্টাফ রিপোর্টার : সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের লভ্যাংশ নির্ধারণী সভা ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। সভায় ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০১৮ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন নিয়ে আলোচনা ও লভ্যাংশ ঘোষণা করবে কোম্পানিটির পরিচালনা পর্ষদ। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।। ২০১৭ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের জন্য ১০০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে বহুজাতিক কোম্পানিটি। ডিএসইতে গতকাল সিঙ্গার বিডি শেয়ারের সর্বশেষ দর ৩ দশমিক ১৭ শতাংশ বা ৭ টাকা ৫০ পয়সা বেড়ে দাঁড়ায় ২৪৪ টাকায়। গত এক বছরে শেয়ারটির সর্বনিম্ন দর ছিল ১৬৪ টাকা ৯০ পয়সা ও সর্বোচ্চ দর ২৫৪ টাকা ৬০ পয়সা। ১৯৮৩ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের অনুমোদিত মূলধন ১০০ কোটি ও পরিশোধিত মূলধন ৭৬ কোটি ৬৯ লাখ ৪০ হাজার টাকা। রিজার্ভ ১৩৯ কোটি ৬৬ লাখ টাকা।

আরও পড়ুন:

বিষয়: