ঢাকা বৃহস্পতিবার
০২ মে ২০২৪
২৩ এপ্রিল ২০২৪

রবিবার লেনদেনের শীর্ষে ইন্সুরেন্স খাত


নিউজ ডেস্ক
62

প্রকাশিত: ০৩ ফেব্রুয়ারি ২০১৯
রবিবার লেনদেনের শীর্ষে ইন্সুরেন্স খাত



স্টাফ রিপোর্টার: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসইতে) রবিবার (০৩ ফেব্রুয়ারী,১৯) সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ইন্সুরেন্স খাতে। বাজারে মোট লেনদেনে ১৯.২২% অবদান নিয়ে খাতটি আজ ডিএসইতে শীর্ষে অবস্থান করছে। ডিএসইতে গতকাল খাতটির অবদান ছিল ১৬.৬৮% যা আজকের দিনের তুলনায় ২.৫৪% বেশি। ইন্সুরেন্স খাতে টাকায় সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ইস্টল্যান্ড ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ার। কোম্পানিটির আজ প্রায় ৪৯ লাখ ৮৯ হাজার ১০০ টি শেয়ার লেনদেন হয়েছে । কোম্পানিটির শেয়ারের দর আজ প্রায় ৯.৭২ শতাংশ বা ৩ টাকা ১০ পয়সা বেড়েছে। এদিকে আজ ইনস্যুরেন্স খাতের ৪৭ টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২৯ টির, কমেছে ১৮টির। লেনদেনে অবদানের ভিত্তিতে দেখলে আজকে দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে ছিল যথাক্রমে ফুয়েল এ্যান্ড পাওয়ার এবং টেলিকমিউনিকেশন। ফুয়েল এ্যান্ড পাওয়ার খাত: লেনদেনের ভিত্তিতে এই খাতের অবদান ছিল আজ ১৬.০৩% যা গত দিনের চেয়ে ৫.৭৫% বেশি। এই খাতে আজ সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের শেয়ার। কোম্পানিটির আজ ১৩ লক্ষ ৭ হাজার  ৯৮০ টি শেয়ার লেনদেন হয়েছে । কোম্পানিটির শেয়ারটির মূল্য প্রায় ১.৬৪ শতাংশ বা ৬ টাকা ৪০ পয়সা বেড়েছে। ফুয়েল এ্যান্ড পাওয়ার খাতের ১৯টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১০টির, কমেছে ৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৩টির।
টেলিকমিউনিকেশন খাত: মোট লেনদেনে এই খাতের অবদান ছিল আজ ১০.৩৮ যা গত দিনের চেয়ে ৪.০৯% বেশি। এই খাতে আজ সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেডের শেয়ার। কোম্পানিটির আজ  ৪৮ লাখ ৪৫ হাজার ১৫০ টি শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিটির শেয়ারটির মূল্য প্রায় ৯.৯৫ শতাংশ বা ১৪ টাকা ১০ পয়সা বেড়েছে। টেলিকমিউনিকেশন খাতের ২টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১টির, কমেছে ১টির।

আরও পড়ুন:

বিষয়: