ঢাকা বৃহস্পতিবার
০২ মে ২০২৪
২৩ এপ্রিল ২০২৪

ধাতুর বাজার ঊর্ধ্বমুখী


নিউজ ডেস্ক
63

প্রকাশিত: ০৩ ফেব্রুয়ারি ২০১৯
ধাতুর বাজার ঊর্ধ্বমুখী



ডেক্স রিপোর্ট: সরবরাহ সংকটে ঊর্ধ্বমুখী নিকেলের বাজার। সাম্প্রতি পণ্যটির দাম বেড়ে তিন মাসের মধ্যে সর্বোচ্চ অবস্থানে পৌঁছায়। একই প্রবণতা অন্যান্য ধাতুর বাজারে। খবর রয়টার্স লন্ডন মেটাল এক্সচেঞ্জে নিকেলের দাম বেড়েছে ১ দশমিক ৯ শতাংশ। দিন শেষে পণ্যটির দাম টনপ্রতি ১২ হাজার ৩৫০ ডলারে স্থির হয়। নিকেল মূলত স্টেইনলেস স্টিল তৈরিতে ব্যবহার হয়। চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধি শ্লথ হয়ে আসায় চাহিদা কমার আশঙ্কায় গত মাসের শুরুর দিকে পণ্যটির বাজার নিম্নমুখী হয়ে পড়েছিল। গত ২ জানুয়ারি পণ্যটির দাম কমে দুই বছরের বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন অবস্থানে নেমে যায়। তবে পরবর্তীতে সরবরাহ সংকট দেখা দেয়ায় পণ্যটির বাজার আবার ঊর্ধ্বমুখী হয়ে ওঠে। অন্যান্য শিল্প ধাতুর মধ্যে তামার দাম বেড়েছে ১ দশমিক ৪ শতাংশ। দিন শেষে পণ্যটির দাম টনপ্রতি ৬ হাজার ১৩৬ ডলারে স্থির হয়। অ্যালুমিনিয়ামের দাম বেড়েছে দশমিক ৮ শতাংশ। দিন শেষে পণ্যটির দাম টনপ্রতি ১ হাজার ৯০৯ দশমিক ৫০ ডলারে স্থির হয়। দস্তার দাম বেড়েছে ১ দশমিক ১ শতাংশ। দিন শেষে পণ্যটির দাম টনপ্রতি ২ হাজার ৬৮৬ ডলারে স্থির হয়। সিসার দাম বেড়েছে দশমিক ৭ শতাংশ। দিন শেষে পণ্যটির দাম টনপ্রতি ২ হাজার ৯০ ডলারে স্থির হয়। টিনের দাম বেড়েছে দশমিক ৬ শতাংশ। দিন শেষে পণ্যটির দাম টনপ্রতি ২০ হাজার ৮০০ ডলারে স্থির হয়। সূত্র: রয়টার্স ও বণিক বার্তা

আরও পড়ুন:

বিষয়: