ঢাকা বৃহস্পতিবার
০২ মে ২০২৪
২৩ এপ্রিল ২০২৪

পাকিস্তানে তুলা উৎপাদন কমেছে


নিউজ ডেস্ক
63

প্রকাশিত: ০৩ ফেব্রুয়ারি ২০১৯
পাকিস্তানে তুলা উৎপাদন কমেছে



ডেক্স রিপোর্ট: পাকিস্তানে তুলা উৎপাদন কমেছে। চলতি ২০১৮-১৯ মৌসুমের ১৫ জানুয়ারি পর্যন্ত দেশটিতে তুলা উৎপাদন আগের মৌসুমের একই সময়ের তুলনায় সাড়ে ৭ শতাংশের বেশি কমে ১ কোটি ৫ লাখ বেলের নিচে নেমেছে। পাকিস্তান কটন গিনার্স অ্যাসোসিয়েশনের সাম্প্রতিক এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। খবর ডন। পাকিস্তান বিশ্বের পঞ্চম শীর্ষ তুলা উৎপাদনকারী দেশ। দেশটির পাঞ্জাব প্রদেশে সবচেয়ে বেশি তুলা উৎপাদন হয়। এদিকে সিন্ধু প্রদেশে পণ্যটির সম্মিলিত উৎপাদন ২ দশমিক ৬৬ শতাংশ কমেছে। এ সময় সিন্ধু প্রদেশে মোট ৪১ লাখ ৩২ হাজার বেল তুলা উৎপাদন হয়েছে। সূত্রের তথ্য অনুযায়ী, ২০১৮-১৯ মৌসুম শুরুর পর থেকে গত ১৫ জানুয়ারি পর্যন্ত পাকিস্তানে সব মিলিয়ে ১ কোটি ৪ লাখ ৫৬ হাজার বেল তুলা উৎপাদন হয়েছে। যা আগের মৌসুমের একই সময়ের তুলনায় ৭ দশমিক ৭৪ শতাংশ কম। ২০১৭-১৮ মৌসুমের একই সময়ে দেশটিতে মোট ১ কোটি ১৩ লাখ ৩৩ হাজার ৮০০ বেল তুলা উৎপাদন হয়েছিল।

আরও পড়ুন:

বিষয়: