ঢাকা বৃহস্পতিবার
০২ মে ২০২৪
২৩ এপ্রিল ২০২৪

রেকর্ড ভলিউমে সিনোবাংলা


নিউজ ডেস্ক
41

প্রকাশিত: ০৯ মে ২০১৮
রেকর্ড ভলিউমে সিনোবাংলা



স্টাফ রিপোর্টার: চায়না-বাংলাদেশ জয়েন্ট ভেঞ্জার কোম্পানি সিনোবাংলার লেনদেন গত ২০ মাসের মধ্যে সর্বোচ্চ ভলিউম অতিক্রম করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। আজ ১৬৩৬ র্টেডে ১০৬৯৭২৬ শেয়ারের লেনদেন হয়, এই ইতিবাচক লেনদেনের প্রভাব পড়েছে সিনোবাংলার প্রাইজে। দিনশেষে ১.৪০ টাকা বেড়ে সর্বশেষ লেনদেন হয়েছে ৫০.১০ টাকায় । চায়না কনসোর্টিয়াম ইস্যুতে হঠাৎ করেই চায়না-বাংলাদেশ জয়েন্ট ভেঞ্জার কোম্পানি সিনোবাংলা নিয়ে বিনিয়োগকারীদের ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে, বলে মনে করেন অনেক বিনিয়োগকারী। শতভাগ রপ্তানিমুখী সিনোবাংলা গত বছর ১০% ক্যাশ লভ্যাংশ প্রদান করে ‘জেড’ ক্যাটাগরি থেকে ‘এ’ ক্যাটাগরি ফিরে। ২০১৬ সালে প্রায় ২মিলিয়ন ডলার ব্যায়ে বড় ধরনের সম্প্রসারণ পরিকল্পনা হাতে নেয় কোম্পানিটি;আর এই সম্প্রসারণ বাস্তবায়ন হওয়ার ফলে ইতিবাচক প্রভাব পড়ছে।

আরও পড়ুন:

বিষয়: