ঢাকা বৃহস্পতিবার
০২ মে ২০২৪
২৩ এপ্রিল ২০২৪

সূচকে বেয়ারিশ ক্যান্ডেল, আরএসআই কি বলছে?


নিউজ ডেস্ক
72

প্রকাশিত: ২১ জানুয়ারী ২০১৯
সূচকে বেয়ারিশ ক্যান্ডেল, আরএসআই কি বলছে?



স্টাফ রিপোর্টার: ২১ জানুয়ারী, সোমবার সূচকে সেল প্রেশার লক্ষ্য করা যায়। ফলে সূচক ২৭.৯৭ পয়েন্ট বা ০.৪৮% কমে বেয়ারিশ ক্যান্ডেল তৈরি করেছে। বেয়ারিশ ক্যান্ডেলের মাধ্যমে সূচকের সাপোর্ট লেভেলের দিকে চলে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। টেকনিক্যাল এনালাইসিস অনুযায়ী সূচকের বর্তমান সাপোর্ট ৫৭৬০ লেভেলে। দীর্ঘ আপ ট্রেন্ডের পর আজকের বেয়ারিশ ক্যান্ডেলের মাধ্যমে সূচকে কিছুটা রিট্রেসের সম্ভাবনা জাগ্রত হয়েছে। এদিকে আরএসআই ইনডিকেটরটি ক্রমান্বয়ে উপর থেকে ৭০ লেভেলের দিকে ধাবিত হচ্ছে যা মূলত কারেকশনের লক্ষণ। আরএসআই ৭০ লেভেলের নিচে চলে গেলে সূচকের সাপোর্ট ব্রেক ডাউন করার সম্ভাবনা রয়েছে। আরও দেখুন-

বুলিশ ক্যান্ডেল হলেও সূচক ওভারবট অবস্থায়


আরও পড়ুন:

বিষয়: