ঢাকা বৃহস্পতিবার
০২ মে ২০২৪
২৩ এপ্রিল ২০২৪

সোমবার লেনদেনের শীর্ষে যে তিন খাত


নিউজ ডেস্ক
71

প্রকাশিত: ২১ জানুয়ারী ২০১৯
সোমবার লেনদেনের শীর্ষে যে তিন খাত



স্টাফ রিপোর্টার: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসইতে) ২১ জানুয়ারী, সোমবার লেনদেনের শীর্ষে অবস্থান করছে ইনস্যুরেন্স খাত। গত দিনের তুলনায় এই খাতের লেনদেন আজ প্রায় ২১.৫২% বৃদ্ধি পেয়েছে। মোট লেনদেনে ১৫.২% অবদান নিয়ে খাতটি আজ ডিএসইতে শীর্ষে অবস্থান করছে। গতকাল খাতটির অবদান ছিল ১১.৪৫% যা আজকের দিনের তুলনায় ৩.৭৫% কম। এই খাতে আজ সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে সন্ধানী লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ার। কোম্পানিটির আজ প্রায় ১৬ কোটি ৭২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে মোট লেনদেনের প্রায় ১.৮৯%। পাশাপাশি গত দিনের তুলনায় শেয়ারটির মূল্যে আজ ৮.২৮% বৃদ্ধি পেয়েছে। লেনদেনে অবদানের ভিত্তিতে দেখলে আজকে দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে ছিল যথাক্রমে টেক্সটাইল এবং ফার্মা খাত। টেক্সটাইল খাত: লেনদেনের ভিত্তিতে এই খাতের অবদান ছিল আজ ১৩.১৬% যা গত দিনের চেয়ে ০.৮৭% বেশি। এই খাতে আজ সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে ড্রাগন সোয়েটার এন্ড স্পিনিং মিলস লিমিটেডের শেয়ার। কোম্পানিটির আজ ১৯ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে যা মোট লেনদেনের প্রায় ২.২৩%। এদিকে শেয়ারটির মূল্য গত দিনের তুলনায় ০.৪২% বৃদ্ধি পেয়েছে। ফার্মা খাত: মোট লেনদেনে এই খাতের অবদান ছিল আজ ১১.৯৯% যা গত দিনের চেয়ে ১.৬৭% বেশি। এই খাতে আজ সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের শেয়ার। কোম্পানিটির আজ ২৪ কোটি ১৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে যা মোট লেনদেনের প্রায় ২.৭৩%। তাছাড়া গতদিনের তুলনায় শেয়ারটির দাম ০.৫৩% বৃদ্ধি পেয়েছে। ব্যাংক খাত: মোট লেনদেনে খাতটির অবদান গত দিনের তুলনায় ৬.৯১% কমেছে। অবশ্য এই খাতে আজও সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের। কোম্পানিটির আজ প্রায় ১৮ কোটি ৬০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে যা মোট লেনদেনের প্রায় ২.১%। তবে শেয়ারটির মূল্য গতদিনের তুলনায় আজ ০.৬৬% কমেছে। এদিকে আজ ইনস্যুরেন্স খাতের ৪৭টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২৬টির , কমেছে ১৯টির এবং অপরিবর্তিত রয়েছে ২টির। টেক্সটাইল খাতের ৫৩টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২০টির, কমেছে ২৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৮টির। ফার্মা খাতের ৩১টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৩টির, কমেছে ১৭টির এবং অপরিবর্তিত রয়েছে ১টির। আরও দেখুন-

সপ্তাহের শুরুতে লেনদেনের শীর্ষে ব্যাংক, ফাইন্যান্স ও টেক্সটাইল খাত


আরও পড়ুন:

বিষয়: