ঢাকা বৃহস্পতিবার
০২ মে ২০২৪
২৩ এপ্রিল ২০২৪

রূপালী লাইফে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ হ্রাস ১৭.৩৮ শতাংশ, কারসাজির অভিযোগ


নিউজ ডেস্ক
65

প্রকাশিত: ২১ জানুয়ারী ২০১৯
রূপালী লাইফে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ হ্রাস ১৭.৩৮ শতাংশ, কারসাজির অভিযোগ



সিনিয়র রিপোর্টার : রূপালী লাইফ ইন্সুরেন্সে লিমিটেডের শেয়ারের দাম বছরের সর্বউচ্চ দরের কাছাকাছি অবস্থান করছে। এদিকে কোম্পানিটিতে গত দুই বছরে ১৭.৩৮ শতাংশ  প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের শেয়ারহোল্ডিং কমেছে, ধারাবাহিকভাবে বাড়ছে সাধারণ বিনিয়োগকারীদের অংশ। তবে এ সময়ে কোম্পানিটিতে বিদেশি বিনিয়োগ হয়েছে ৩.৯৭ শতাংশ।  ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। ইন্সুরেন্স খাতে বিদেশি বিনিয়োগ কম। জেনারেল ইন্সুরেন্স খাতে মাত্র পাঁচটি কোম্পানিতে বিদেশি বিনিয়োগ আছে। আর লাইফ ইন্সুরেন্সে খাতে মাত্র চারটি কোম্পানিতে বিদেশি বিনিয়োগ আছে। রূপালী লাইফ ইন্সুরেন্সে হঠাৎ করে বিদেশি বিনিয়োগে শেয়ারের দামে আপট্রেন্ড দেখা যায়।  লাইফ ইন্সুরেন্স খাতে বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে কোম্পানিটি শীর্ষ রয়েছে। বছরের উচ্চ দামের সময়ে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের শেয়ার ধারণের পরিমান কমা, অন্যদিকে বিদেশি বিনিয়োগে কারসাজির গন্ধ পাচ্ছে ক্ষুদ্র বিনিয়োগকারীরা। এ বিষয়ে বিনিয়োগকারী মোশাররফ হোসেন বলেন,“ বিদেশি বিনিয়োগকে ইস্যূ বানিয়ে ক্ষুদ্র বিনিয়োগকারীদের শেয়ারটি উচ্চ দামে ক্রয় করতে কেউ উৎসাহিত করেছে কিনা বিষয়টি তদন্ত করা প্রয়োজন।” এ ক্ষেত্রে অভিযোগের তীর যারা কোম্পানিটির শেয়ার আগে থেকে হোল্ডিং করছিল তাদের দিকে। আর্থিক প্রতিবেদনানুযায়ী, বিদায়ী ২০১৮ হিসাব বছরের প্রথম নয় মাসে (জানুয়ারী-সেপ্টেম্বর) রূপালী লাইফ ইন্সুরেন্সের লা্ইফ ফান্ড বেড়ে দাঁড়িয়েছে ৪২৯ কোটি ৮ লাখ ৪০ হাজার টাকায়। যা আগের হিসাব বছরের একই সময়ে  লাইফ ফান্ড ছিল ৪১০ কোটি ৮৬ লাখ টাকা। এক বছরের ব্যবধানে কোম্পানিটির লাইফ ফান্ড বেড়েছে ১৮ কোটি ২২ লাখ ২৪ হাজার টাকা। কোম্পানিটির পরিশোধিত মূলধন ২৮ কোটি ৮৪ টাকার বিপরীতে লাইফ ফান্ড বেড়েছে ১৮ কোটি ২২ লাখ ২৪ হাজার টাকা। এতে দেখা যায়, ৯ মাসে শেয়ারপ্রতি লাইফ ফান্ড বেড়েছে ৬.৩১ টাকা।  যা যাবতকাল কোম্পানিটির সর্বোচ্চ প্রবৃদ্ধি। আর্থিক প্রতিবেদনে আরও দেখা যায়, বিদায়ী হিসাব বছরের তিন প্রান্তিকেই কোম্পানিটির লাইফ ফান্ড আগের হিসাব বছরের তুলনায় বেড়েছে। তবে দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন ২০১৮) তুলনায় তৃতীয় প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর ২০১৮) লাইফ ফান্ডে বড় উল্লম্ফন এসেছে। এ সময়ে লাইফ ফান্ডের প্রবৃদ্ধি ছিল ৮৪.৭২ শতাংশ। ইন্সুরেন্স কোম্পানিগুলোর মধ্যে রূপালী লাইফ ইন্সুরেন্স অন্যতম স্বল্প মূলধনী কোম্পানি। বর্তমান এর মোট শেয়ার সংখ্যা ২ কোটি ৮৮ লাখ ৪৮ হাজার ৭৪৮টি এবং পরিশোধিত মূলধন ২৮ কোট ৮৪ লাখ ৯০ হাজার টাকা।

আরও পড়ুন:

বিষয়: