ঢাকা বৃহস্পতিবার
০২ মে ২০২৪
২৩ এপ্রিল ২০২৪

বিলিয়ন ডলার মূলধনের তালিকায় ইউনাইটেড পাওয়ার


নিউজ ডেস্ক
44

প্রকাশিত: ০৯ মে ২০১৮
বিলিয়ন ডলার মূলধনের তালিকায় ইউনাইটেড পাওয়ার



স্টাফ রিপোর্টার: ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির বাজার মূলধন প্রথমবারের মতো ১০০ কোটি বা ১ বিলিয়ন ডলারের মাইলফলক অতিক্রম করল। মঙ্গলবার কোম্পানিটির শেয়ারের সমাপনী দর ৬ শতাংশের বেশি বেড়ে ২১৪ টাকায় উন্নীত হয়েছে। দিন শেষে কোম্পানিটির বাজার মূলধন ৮ হাজার ৫৪৩ কোটি ৭১ লাখ টাকা। তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ, ১৮) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৮৮ পয়সা। এর আগের বছর একই সময়ে ছিল ২ টাকা ৭৭ পয়সা। ২০১৫ সালে শেয়ারবাজারে আসা কমার্শিয়াল আইপিপি কোম্পানিটির অনুমোদিত মূলধন ৮০০ কোটি টাকা ও পরিশোধিত মূলধন ৩৯৯ কোটি ২৩ লাখ ৯০ হাজার টাকা। রিজার্ভ ৮৯২ কোটি ২৫ লাখ টাকা। মোট শেয়ারের ৯০ শতাংশই এর উদ্যোক্তা-পরিচালকদের কাছে, প্রতিষ্ঠান ৫ দশমিক ৭৭ ও বাকি মাত্র ৪ দশমিক ২৩ শতাংশ শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের হাতে।

আরও পড়ুন:

বিষয়: