ঢাকা বুধবার
০১ মে ২০২৪
২৩ এপ্রিল ২০২৪

প্রধানমন্ত্রীর উপদেষ্টা হলেন সালমান এফ রহমান


নিউজ ডেস্ক
68

প্রকাশিত: ১৬ জানুয়ারী ২০১৯
প্রধানমন্ত্রীর উপদেষ্টা হলেন সালমান এফ রহমান



স্টাফ রিপোর্টার: বেক্সিমকো গ্রুপের কর্ণধার ও বহুল আলোচিত ব্যবসায়ী সালমান এফ রহমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা পদে নিয়োগ দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে। প্রজ্ঞাপন অনুসারে অবিলম্বে এই নিয়োগ কার্যকর হবে। দীর্ঘদিন ধরে তিনি আওয়ামীলীগ সভানেত্রীর বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টার দায়িত্বে আছেন। এবার বেসরকারি দায়িত্বের পাশাপাশি সরকারি দায়িত্বও পেয়েছেন তিনি। প্রজ্ঞাপন অনুসারে, সালমান এফ রহমানের এই নিয়োগ অবৈতনিক। বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টার পদটি মন্ত্রীর পদমর্যাদা সম্পন্ন। তাই বেতন ব্যাতিত একজন পূর্ণ মন্ত্রীকে দেওয়া বাকি সকল সুবিধাই পাবেন তিনি। সালমান এফ রহমান দেশের অন্যতম বৃহৎ শিল্প ও বাণিজ্য গোষ্ঠী বেক্সিমকোর ভাইস চেয়ারম্যান। এবারের নির্বাচনে তিনি ঢাকা-১ আসনে থেকে নৌকা প্রতীকে বিজয়ী হয়ে সংসদ সদস্য হয়েছেন। নির্বাচনে জয়লাভের পর থেকেই সম্ভাব্য মন্ত্রীপরিষদে সালমান এফ রহমানের স্থান পাওয়ার বিষয়টি নিয়ে ব্যবসায়ীদের মধ্যে, বিশেষ করে পুঁজিবাজারে নানা জল্পনাকল্পনা চলছিল। কিন্তু মন্ত্রীসভায় তিনি অন্তর্ভুক্ত হননি। তবে একটু বিলম্বে হলেও মন্ত্রী পদমর্যাদাসম্পন্ন উপদেষ্টার দায়িত্ব পেয়েছেন তিনি।

আরও পড়ুন:

বিষয়: