ঢাকা বৃহস্পতিবার
০২ মে ২০২৪
২৩ এপ্রিল ২০২৪

বিডিংয়ের অনুমোদন পেলো পপুলার ফার্মাসিউটিক্যালস


নিউজ ডেস্ক
70

প্রকাশিত: ১৫ জানুয়ারী ২০১৯
বিডিংয়ের অনুমোদন পেলো পপুলার ফার্মাসিউটিক্যালস



স্টাফ রিপোর্টার: বুক বিল্ডিংয়ে তালিকাভুক্তির প্রক্রিয়া থাকা পপুলার ফার্মাসিউটিক্যালস লিমিটেড বিডিংয়ের অনুমোদন পেয়েছে। মঙ্গলবার কমিশনের ৬৭২তম সভায় বুক বিডিং পদ্ধতিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে শেয়ার বিক্রির অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো: সাইফুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। জানা যায়, কোম্পানিটি বুক বিল্ডিং পদ্ধতিতে প্রাথমিক গণপ্রস্তাবের মাধ্যমে (আইপিও) পুঁজিবাজার থেকে ৭০ কোটি টাকা সংগ্রহ করবে। উত্তোলিত অর্থ দিয়ে যন্ত্রপাতি ক্রয়, ঋণ পরিশোধ ও প্রাথমিক গণপ্রস্তাব খাতে ব্যয় করবে। ৩০ জুন, ২০১৮ সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানির শেয়ার প্রতি পূর্নমূল্যায়ন সঞ্চিতিসহ নীট সম্পত্তি মূল্য ৪২.৯৮ টাকা। পূর্নমূল্যায়ন সঞ্চিতি ব্যতিত শেয়ার প্রতি ৩১.২৮ টাকা। পপুলার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের বিগত ৫ অর্থ বছরের কর পরবর্তী নীট মুনাফা ভারিত গড় হারে আয় ২.১৮ টাকা। উল্লেখ, কোম্পানিটির ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করছে আই.ডি.এল.সি ইনভেস্টমেন্ট লিমিটেড।

আরও পড়ুন:

বিষয়: