ঢাকা বৃহস্পতিবার
০২ মে ২০২৪
২৩ এপ্রিল ২০২৪

আগামীকাল ওয়ালটনের আইপিও রোড শো


নিউজ ডেস্ক
64

প্রকাশিত: ১৪ জানুয়ারী ২০১৯
আগামীকাল ওয়ালটনের আইপিও রোড শো



স্টাফ রিপোর্টার: বুক বিল্ডিং পদ্ধতির প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়ার উদ্যোগ নিয়েছে ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। যোগ্য প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের সামনে কোম্পানির খুঁটিনাটি তুলে ধরতে আগামীকাল সন্ধ্যা সাড়ে ৬টায় রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার আই ব্লকে নিজেদের করপোরেট অফিসে রোড শো আয়োজন করবে দেশীয় কোম্পানিটি। ওয়ালটনের ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে ট্রিপল এ ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড। রেজিস্ট্রার টু দ্য ইস্যু প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেড। রোড শোয় বিনিয়োগকারীদের কাছে কোম্পানির পরিচিতি, আর্থিক অবস্থা, ভবিষ্যৎ পরিকল্পনা ও আইপিও-সংক্রান্ত বিভিন্ন বিষয় তুলে ধরা হবে। জানা গেছে, ৬০০ কোটি টাকা অনুমোদিত মূলধনের কোম্পানি ওয়ালটনের পরিশোধিত মূলধন ৩০০ কোটি টাকা। কোম্পানিটি পুঁজিবাজার থেকে ১০০ কোটি টাকা উত্তোলন করার পরিকল্পনা নিয়ে এগোচ্ছে। উত্তোলিত এ অর্থ ওয়ালটনের কারখানা সম্প্রসারণ, আধুনিকায়ন, গবেষণা ও উন্নয়ন, আংশিক ব্যাংকঋণ পরিশোধ ও আইপিও প্রক্রিয়ার ব্যয় নির্বাহে খরচ করা হবে। চলতি হিসাব বছরের (২০১৮-১৯) প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর ২০১৮) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১০ টাকা ৪১ পয়সা। প্রতি শেয়ারের বিপরীতে নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২০৮ টাকা।  

আরও পড়ুন:

বিষয়: