ঢাকা বৃহস্পতিবার
০২ মে ২০২৪
২৩ এপ্রিল ২০২৪

'পুঁজিবাজার এক বা দুই দিনের জন্য না' - অর্থমন্ত্রী


নিউজ ডেস্ক
68

প্রকাশিত: ০৮ জানুয়ারী ২০১৯
'পুঁজিবাজার এক বা দুই দিনের জন্য না' - অর্থমন্ত্রী



স্টাফ রিপোর্টার: সোমবার নতুন সরকারের অর্থমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরপরই অর্থ মন্ত্রণালয়ে গিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠকে শেয়ারবাজার নিয়ে নিজের ভাবনার কথা বলেন নতুন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেন, পুঁজিবাজার এক বা দুই দিনের জন্য না, লোভে পড়ে এখানে আসা যাবে না। দীর্ঘ সময়ের জন্য এগুলো বিবেচনা করতে হবে, প্রশিক্ষিত বিনিয়োগকারীদের নিয়ে আসতে হবে। নির্বাচনের পর শেয়ারবাজারে বিশ্বাসের প্রতিফলন দেখা গেল বলে জানান তিনি। আওয়ামী লীগ ২০০৯ সালে সরকার গঠনের পর পুঁজিবাজারকে স্থিতিশীল করতে নানা পদক্ষেপ নিলেও বাজার প্রত্যাশা অনুযায়ী ঘুরে না দাঁড়ানোর ফলে হতাশ অনেক বিনিয়োগকারী। মুস্তফা কামাল বলেন, যারা এদেশ থেকে টাকা-পয়সা নিয়ে গেছে, তাদের আবার এদেশে নিয়ে আসতে সুযোগ করে দেওয়া হবে, যাতে তারা ম্যাক্সিমাম লাভ করতে পারে। তাছাড়া বন্ড মার্কেট আরও প্রসারিত করার উপরও জোর দেন তিনি।

আরও পড়ুন:

বিষয়: