ঢাকা বৃহস্পতিবার
০২ মে ২০২৪
২৩ এপ্রিল ২০২৪

মার্কেটে ডাব্লিউ প্যাটার্নের সম্ভাবনা


নিউজ ডেস্ক
64

প্রকাশিত: ০৭ জানুয়ারী ২০১৯
মার্কেটে ডাব্লিউ প্যাটার্নের সম্ভাবনা



স্টাফ রিপোর্টার: ৭ জানুয়ারী, সোমবার সূচক ৩১.৮২ পয়েন্ট বা ০.৫৬% কমে বেয়ারিশ ক্যান্ডেল তৈরি করেছে। দিনের শুরুতে বাই প্রেশার থাকলেও পরবর্তীতে সূচকে সেল প্রেশার চলে আসে। তবে মার্কেটে এখনও পরিপূর্ণ ডাব্লিউ প্যাটার্ন গঠনের সম্ভাবনা রয়েছে। টেকনিক্যাল এনালাইসিস অনুযায়ী আজ মার্কেট বুলিশ ভাব বজায় থাকলে ডাব্লিউ প্যাটার্নের আবির্ভাব ঘটতো। ডাব্লিউ প্যাটার্ন সাধারণত সম্ভাব্য বুলিশ ট্রেন্ডের ধারণা দেয়। তবে সূচক আজকে বৃদ্ধি না পেয়ে কিছুটা রিট্রেস করেছে। তবে আগামী দিনগুলোতে যদি মার্কেট নেকলাইন বা সাপোর্ট লেভেল থেকে বুলিশ ক্যান্ডেল দিয়ে উপরে উঠে যায় তাহলে ডাব্লিউ প্যাটার্ন সম্পূর্ণ হবে। আরও দেখুন-

শক্তিশালী মুভিং এভারেজের উপরে সূচক


আরও পড়ুন:

বিষয়: