ঢাকা বৃহস্পতিবার
০২ মে ২০২৪
২৩ এপ্রিল ২০২৪

২০১৮-১৯ অর্থবছরের ৬ মাসে এডিপি বাস্তবায়ন ২৭.৪২ শতাংশ


নিউজ ডেস্ক
64

প্রকাশিত: ০৭ জানুয়ারী ২০১৯
২০১৮-১৯ অর্থবছরের ৬ মাসে এডিপি বাস্তবায়ন ২৭.৪২ শতাংশ



ডেক্স রিপোর্ট: চলতি ২০১৮-১৯ অর্থবছরের প্রথম ছয় মাসে (জুলাই-ডিসেম্বর) বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নের হার ২৭ দশমিক ৪২ শতাংশ বা ৪৯ হাজার ৫৯৫ কোটি টাকা। গত অর্থবছরের একই সময়ে এ হার ছিল ২৭ দশমিক শূন্য ২ শতাংশ। পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। প্রতিবেদনের সারসংক্ষেপ প্রকাশ উপলক্ষে গতকাল রাজধানীর শেরেবাংলা নগরের পরিকল্পনা মন্ত্রণালয়ের এনইসি সভাকক্ষে এক সংবাদ সম্মেলন করেন নতুন অর্থমন্ত্রীর দায়িত্ব পাওয়া পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। চলতি অর্থবছরে ১ লাখ ৮০ হাজার ৮৬৯ কোটি টাকার এডিপি বরাদ্দ রয়েছে। এ অর্থবছরের প্রথম ছয় মাসে মন্ত্রণালয় ও বিভাগগুলো খরচ করেছে ৪৯ হাজার ৫৯৫ কোটি টাকা। পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে মোট টাকা খরচ এবং বাস্তবায়নের হার সর্বোচ্চ। নির্বাচনী বছর হলেও এডিপি পূর্ণ মাত্রায় বাস্তবায়নে স্বার্থক হব। ২০১৪-১৫ অর্থবছরের তুলনায় এডিপি বাস্তবায়ন দ্বিগুণের বেশি হয়েছে।

আরও পড়ুন:

বিষয়: