ঢাকা বৃহস্পতিবার
০২ মে ২০২৪
২৩ এপ্রিল ২০২৪

প্যাসিফিক ডেনিমসের পরিচালকদের জরিমানা


নিউজ ডেস্ক
43

প্রকাশিত: ১২ জানুয়ারীফেব্রুয়ারি ২০১৮
প্যাসিফিক ডেনিমসের পরিচালকদের জরিমানা



স্টাফ রিপোর্টার :  মঙ্গলবার (১১ ডিসেম্বর) কমিশনের ৬৬৮তম নিয়মিত সভায় প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) উত্তোলিত অর্থ অপব্যবহারের কারনে প্যাসিফিক ডেনিমসের প্রত্যেক পরিচালককে (স্বতন্ত্র ব্যাতিত) ৩ লাখ টাকা জরিমানা করেছে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বিএসইসির নির্বাহি পরিচালক ও মূখপাত্র মো: সাইফুর রহমান সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। প্যাসিফিক ডেনিমস কর্তৃপক্ষ আইপিও’র অর্থ দিয়ে যথাসময়ে ঋণ পরিশোধ করেনি বলে বিএসইসির বিশেষ নিরীক্ষায় উঠে এসেছে। এছাড়া সম্মতিপত্রের শর্ত ভঙ্গ করে ৫৯ লাখ টাকা নগদে খরচ করেছে। এরমাধ্যমে প্যাসিফিক ডেনিমস কমিশনের পত্র নং-বিএসইসি/সিঅঅই/আইপিও-২৩১/২০১৪/৬৩২ এর পার্ট সি এর প্যারা ২,৫ ও ৬ লংঘন করেছে। কমিশনের নিযুক্ত বিশেষ নিরীক্ষককে সহায়তা করেনি প্যাসিফিক ডেনিমস। এছাড়া আইপিওতে উত্তোলিত অর্থের ২০ কোটি ৯৮ লাখ টাকা ভবন নির্মাণে অপব্যবহার করেছে এবং কমিশনে মিথ্যা তথ্য প্রদানের মাধ্যমে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অধ্যাদেশ, ১৯৬৯ এর সেকশন ১৮ ভঙ্গ করেছে। উল্লেখিত আইনসমূহ লঙ্ঘনের দায়ে কমিশন কোম্পানিটির প্রত্যেক পরিচালককে (স্বতন্ত্র ব্যতিত) ৩ লাখ টাকা জরিমানা করার সিদ্ধান্ত নিয়েছে। এছাড়া একই রশিদে একাধিকবার টাকা পরিশোধের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থের অবৈধ লেনদেন করায়, কোম্পানির ব্যবস্থাপনা পরিচালককে উক্ত অর্থ কোম্পানিতে ফেরত প্রদানের যথাযথ ব্যবস্থা গ্রহণ পূর্বক আগামি ৩১ জানুয়ারির মধ্যে প্রমাণাদিসহ কমিশনকে অবহিত করার সিদ্ধান্ত নিয়েছে।

আরও পড়ুন:

বিষয়: