ঢাকা বুধবার
০১ মে ২০২৪
২৩ এপ্রিল ২০২৪

লেনদেনের শীর্ষে টেক্সটাইল খাতের আধিপত্য


নিউজ ডেস্ক
44

প্রকাশিত: ০৩ জানুয়ারীফেব্রুয়ারি ২০১৮
লেনদেনের শীর্ষে টেক্সটাইল খাতের আধিপত্য



স্টাফ রিপোর্টার: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসইতে) ৩ ডিসেম্বর, সোমবার আবারও সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে টেক্সটাইল খাতে। বেশ কিছুদিন ধরেই খাতটি লেনদেনের দিক থেকে মার্কেটে আধিপত্য বিস্তার করে আছে। তবে টেক্সটাইল খাতের লেনদেন গত দিনের তুলনায় আজ প্রায় ২৫.৬৪% কমেছে। বাজারে মোট লেনদেনের দিক থেকে ২৪.৮% লেনদেন নিয়ে খাতটি ডিএসইতে শীর্ষে অবস্থান করছে। ডিএসইতে গতকাল এই খাতের অবদান ছিল ৩০.৮৩% যা আজকের দিনের তুলনায় ৬.০৩% বেশি। এই খাতে আজ সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে প্যারামাউন্ট টেক্সটাইলস লিমিটেডের শেয়ার। কোম্পানিটির আজ মোট ১৮ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে যা মোট লেনদেনের প্রায় ৩.৪১%। পাশাপাশি গত কালকের তুলনায় শেয়ারটির মূল্য ৩.৫২% বৃদ্ধি পেয়েছে। লেনদেনে অবদানের ভিত্তিতে দেখলে আজকে দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে ছিল যথাক্রমে ফার্মা এবং ইঞ্জিনিয়ারিং খাত। ফার্মাসিউটিক্যাল এন্ড কেমিক্যাল খাত: লেনদেনের ভিত্তিতে এই খাতের অবদান ছিল আজ ২১.০৯% যা গত দিনের চেয়ে ৬.৪৯% বেশি। এই খাতে আজ সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে এডভেন্ট ফার্মা লিমিটেডের শেয়ার। কোম্পানিটির আজ ১৮ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে যা মোট লেনদেনের প্রায় ৩.৪%। একই সাথে শেয়ারটির মূল্য গত দিনের চেয়ে ৫.৮৭% বৃদ্ধি পেয়েছে। ইঞ্জিনিয়ারিং খাত: মোট লেনদেনে এই খাতের অবদান ছিল ১০.৫৫% যা গত দিনের চেয়ে ০.৬২% বেশি। এই খাতে আজ সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে বিবিএস ক্যাবলস লিমিটেডের শেয়ার। কোম্পানিটির আজ ৮ কোটি ৮০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে যা মোট লেনদেনের প্রায় ১.৬%। তবে গতদিনের তুলনায় শেয়ারটির দাম ১.৬% হ্রাস পেয়েছে। এদিকে আজ ফার্মা খাতের ৩১টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২৫টির, কমেছে ৫টির এবং অপরিবর্তিত রয়েছে ১টির। ইঞ্জিনিয়ারিং খাতের ৩৬টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২৩টির, কমেছে ১১টির এবং অপরিবর্তিত রয়েছে ২টির। টেক্সটাইল খাতের ৫৩টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২৩টির, কমেছে ২৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৩টি কোম্পানির। আরও দেখুন-

বৃহস্পতিবার লেনদেনে টেক্সটাইল খাতের অবদান ২৯.৬২%


আরও পড়ুন:

বিষয়: