ঢাকা বৃহস্পতিবার
০২ মে ২০২৪
২৩ এপ্রিল ২০২৪

নতুন বাণিজ্যিক উৎপাদনে অলিম্পিক


নিউজ ডেস্ক
39

প্রকাশিত: ০৫ মে ২০১৮
নতুন বাণিজ্যিক উৎপাদনে অলিম্পিক



স্টাফ রিপোর্টার: অলিম্পিক ইন্ডাস্ট্রিজ সম্প্রসারিত বাণিজ্যিক উৎপাদন শুরু করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। ডিএসই  সূত্র জানায়, কোম্পানিটি গত ১ মে থেকে সম্প্রসারিত বাণিজ্যিক উৎপাদন শুরু করেছে। কোম্পানির কুতুবপুর ফ্যাক্টরিতে বাৎসরিক ৬৬ মিলিয়ন প্যাকেজিং কার্টন ও ৯ হাজার মেট্রিক টন নুডলস উৎপাদন শুরু হয়েছে। মদনপুর ফ্যাক্টরিতে নতুন টানেল স্থাপনের মাধ্যমে আরও ১৮ হাজার মেট্রিক টন বেকারি পণ্যের উৎপাদন শুরু হয়েছে। এছাড়া তৃতীয় পক্ষ লুক্যার্ন কোকোয়া এবং চকোলেট প্রোডাক্টসের সঙ্গে দুই বছরের জন্য চুক্তি করেছে অলিম্পিক। এতে কোম্পানিটি অলিম্পিকে প্রতিবছর ২০ টন পণ্য সরবরাহ করবে।

আরও পড়ুন:

বিষয়: