ঢাকা বুধবার
০১ মে ২০২৪
২৩ এপ্রিল ২০২৪

টপটেন গেইনারে প্রাণ, বোর্ড সভা ২৪ নভেম্বর


নিউজ ডেস্ক
47

প্রকাশিত: ২০ জানুয়ারীজানুয়ারী ২০১৮
টপটেন গেইনারে প্রাণ,  বোর্ড সভা ২৪ নভেম্বর



স্টাফ রিপোর্টার: পুঁজিবাজারে তালিকাভূক্ত এএমসিএল প্রাণ লিমিটেডের শেয়ারে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী অংশ বাড়ছে। গত বছরের তুলনায় কোম্পানিটিতে ১.৪১ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী  বৃদ্ধি পেয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। এদিকে কোম্পানিটির আর্থিক বছর শেষ হওয়ায় অাগামী ২৪ নভেম্বর বোর্ড সভা অনুষ্ঠিত হবে। বোর্ড সভায় লভ্যাংশ ঘোষণা অাসতে পারে। আজ কোম্পানিটির শেয়ার প্রাইজ প্রায় সাড়ে ৬% বৃদ্ধি পেয়ে টপটেনে জায়গা করে নিয়েছে। চলতি বছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির ইপিএস দেখিয়েছে। মোট আশি লক্ষ শেয়ারের কোম্পানিটিতে শেয়ার হোল্ডিং প্যার্টনে মোট শেয়ারের ৪০.১৫ শতাংশ কোম্পানির উদ্যোক্তা-পরিচালকদের হাতে, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে  ১৪.৫৪  শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের  কাছে ৪৫.৩১  শতাংশ শেয়ার। [caption id="attachment_6601" align="alignnone" width="983"] সূত্র ডিএসই।[/caption] কোম্পানিটির ফান্ডামেন্টাল বিষয়গুলোর দিকে লক্ষ্য করলে দেখা যায় কোম্পানিটির  ফান্ডামেন্টাল বেশ মজবুত। খাদ্য সেক্টকে কোম্পানির মার্কেট শেয়ার (মার্কেটে কোম্পানির পণ্য সেলসের ভিত্তিতে) অনেক ভাল।  ব্যান্ড ভেলু (ব্যবসায়িক সুনাম) ভিত্তিতে কোম্পানির অবস্থান বেশ উপরে। দেশে বিদেশে কোম্পানিটির বাজার রয়েছে। ৫০ কোটি টাকার অথোরাইজ ক্যাপিটালের (অনুমোদিত মূলধন) বিপরীতে কোম্পানিটির পেইড-আপ ক্যাপিটাল (পরিশোধিত মূলধন) ৮ কোটি টাকা। কোম্পানিটির সারপ্লাস টাকা অাছে ৪৫ কোটি ৩৮ লাখ টাকা। কোম্পানিরটির ২০১৭ সালের বছর শেষে নেট এ্যাসেট ভেলু (ন্যাভ) ৭১.৭২ টাকা। ২০১৭ সালের শেয়ার প্রতি আয় ছিল (ইপিএস) ৬ টাকা ৯৫ পয়সা। কোম্পানিটির ইপিএস ও প্রকৃত সম্পদমূল্যর (এনএভি) ডিভিডেন্ট প্রদানে হার স্থিতিশীল অবস্থায় অাছে। চলতি বছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে কোম্পানির শেয়ার প্রতি আয় ইপিএস হয়েছে ৫ টাকা ৯৬ পয়সা। আগের বছর একই সময়ে ছিল ৫ টাকা ৭০ পয়সা।

আরও পড়ুন:

বিষয়: