স্টাফ রিপোর্টার: আগামী ৯ সেপ্টম্বর, রোববার লেনদেন শুরু হবে সম্প্রতি প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) সম্পন্ন করা ভিএফএস থ্রেড ডাইংয়ের। ওইদিন কোম্পানিটি পুঁজিবাজারে “এন” ক্যাটাগরিতে লেনদেন শুরু করবে।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ডিএসইতে কোম্পানিটির ট্রেডিং কোড হবে “ভিএফএসটিডিএল”। আর কোম্পানি কোড হবে ১৭৪৭৮।
এর আগে গত ১৩ আগস্ট ভিএফএস থ্রেড ডাইং লিমিটেডের লটারিতে বরাদ্দ পাওয়া শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে জমা হয়েছে।
গত ১৯ জুলাই কোম্পানির লটারির ড্র অনুষ্ঠান হয়।