স্টাফ রিপোর্টার : শেয়ারবাজারে তালিকাভুক্ত ৬ কোম্পানির বার্ষিক সাধারণ সভা বৃহস্পতিবার, ২৭ জুন অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হলো : রিপাবলিক ইন্স্যুরেন্স, বাটা সু, ঢাকা ইন্স্যুরেন্স, ফাস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, প্রগতি ইন্স্যুরেন্স এবং ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স।
কোম্পানিগুলোর মধ্যে রিপাবলিক ইন্স্যুরেন্সের সকাল ১০টায়, মুক্তিযোদ্ধা স্মৃতি মিলনায়তন হল, আইডিইবি ভবন, ১৬০/এ, কাকরাইল, ঢাকাতে; বাটা সু‘র সকাল সাড়ে ১০টায়, রেজিষ্ট্রার্ড অফিস অ্যান্ড ফ্যাক্টরি প্রাঙ্গণ, টঙ্গি, গাজীপুর; ঢাকা ইন্স্যুরেন্সের সকাল সাড়ে ১০টায়, মুক্তিযোদ্ধা হল, ইনষ্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, আইডিইবি ভবন, ১৬০/এ, কাকরাইল, ঢাকাতে; ফাস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের সকাল সাড়ে ১০টায়, রাওয়া কনভেনশন হল, মহাখালী, ঢাকাতে এজিএম অনুষ্ঠিত হবে।
এছাড়াও প্রগতি ইন্স্যুরেন্সের বেলা ১১টায়, কেআইবি অডিটরিয়াম, কৃষি খামার স্বরণী, ফার্মগেট, ঢাকাতে এবং ইস্টল্যান্ড ইন্স্যুরেন্সের এজিএম একই দিন বিকাল ৩টায়, সিক্স সিজনস হোটেল গুলশান-২, ঢাকাতে এজিএম অনুষ্ঠিত হবে।
সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে বার্ষিক সাধারণ সভায় অনুমোদন হতে পারে।
এর আগে পরিচালনা পর্ষদের বোর্ড সভায় রিপাবলিক ইন্স্যুরেন্স ১০ শতাংশ বোনাস, বাটা সু ৩৪৫ শতাংশ নগদ, ঢাকা ইন্স্যুরেন্স ১৫ শতাংশ নগদ, ফাস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট ৫ শতাংশ বোনাস, প্রগতি ইন্স্যুরেন্স ১৩ শতাংশ নগদ ও ৭ শতাংশ বোনাস এবং ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স ৭ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করে।