স্টাফ রিপোর্টার : ৪ কোম্পানির সমাপ্ত হিসাব বছরের লভ্যাংশের বোনাস শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে পাঠিয়েছে। কোম্পানিগুলো হচ্ছে- অ্যাডভেন্ট ফার্মা, প্যারামাউন্ট টেক্সটাইল, শমরিতা হসপিটাল ও শাশা ডেনিমস লিমিটেড। সিডিবিএল সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, রবিবার,৫ জানুয়ারি কোম্পানিগুলোর শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে জমা হয়েছে।
উল্লেখ্য, ৩০ জুন, ২০১৯ সমাপ্ত হিসাব বছরে অ্যাডভেন্ট ফার্মা ১২ শতাংশ লভ্যাংশ দিয়েছে। এর মধ্যে ১০ শতাংশ বোনাস। প্যারামাউন্ট টেক্সটাইল ১৬ শতাংশ লভ্যাংশ দিয়েছে। এর মধ্যে ৯ শতাংশ বোনাস। শমরিতা হসপিটাল ১৫ শতাংশ লভ্যাংশ দিয়েছে। এর মধ্যে ৫ শতাংশ বোনাস। শাশা ডেনিমস ১০ শতাংশ লভ্যাংশ দিয়েছে। এর মধ্যে ৫ শতাংশ বোনাস।