স্টাফ রিপোর্টার : পুঁজিবাজারে তালিকাভুক্ত তিন কোম্পানির পরিচালনা পর্ষদ প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ,১৯) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি তিনটি হলো- ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, প্রাইম ইসলামি লাইফ ইন্স্যুরেন্স ও ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স : আলোচ্য সময়ে কোম্পানির কনসলিডেটেড জীবন বীমা একাউন্ট থেকে আয় হয়েছ ৫ কোটি ১৮ লাখ ৩০ হাজার টাকা। এতে কোম্পানির কনসলিডেটেড জীবন বীমার সর্বমোট ফান্ড দাঁড়িয়েছে ৩ হাজার ৮৩৪ কোটি ৮৫ লাখ ৭০ হাজার টাকা। যা গত বছর একই সময় কমে ছিল ৩৪ কোটি ১২ লাখ ৬০ হাজার টাকা, যাতে সর্বমোট ফান্ড দাঁড়িয়েছিল ৩ হাজার ৬৪০ কোটি ৯ লাখ ৪০ হাজার টাকা।
প্রাইম ইসলামি লাইফ ইন্স্যুরেন্স : আলোচ্য সময়ে কোম্পানির জীবন বীমা একাউন্ট থেকে আয় কমেছে ৪৫ কোটি ১৮ লাখ ৮০ হাজার টাকা। এতে কোম্পানির জীবন বীমার সর্বমোট ফান্ড দঁড়িয়েছে ৮৩৫ কোটি ৮০ লাখ টাকা। যা গত বছর একই সময় কমে ছিল ৪০ কোটি ৫৩ লাখ ৭০ হাজার টাকা, যাতে সর্বমোট ফান্ড দাড়িয়েছিল ৮০৬ কোটি ১২ লাখ ২০ হাজার টাকা।
ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড : আলোচ্য সময়ে কোম্পানির কনসলিডেটেড শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৯ পয়সা, আগের বছর একই সময়ে ছিল ৪৫ পয়সা। কোম্পানির কনসলিডেটেড শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১৩ টাকা ৪৫ পয়সা। যা আগের বছর একই সময়ে ছিল ১৩ টাকা ৩৬ পয়সা।