বাংলাদেশ ব্যাংক আগামী ৩১ জুলাই ২০১৮-১৯ অর্থবছরের প্রথমার্ধের (জুলাই-ডিসেম্বর) মুদ্রানীতি ঘোষণা করবে। মুদ্রানীতি ইস্যুতে সাইডলাইনে থেকে বাজার পর্যবেক্ষণ করছেন অনেক বিনিয়োগকারীরা।
গত চার কার্যদিবস ধরে সূচকের পতন হয়েছে। সোমবার সূচকের উঠা-নামার মধ্যে লেনদেন চলছে। কিন্তু লেনদেনের পরিমান কম। বিনিয়োগকারীদের অনেকের সাথে কথা বলে জানা গেছে মুদ্রানীতেকে কেন্দ্র করে তারা বাজারের গতি বোঝার চেষ্টা করছেন। গত মুদ্রানীতিকে কেন্দ্র করে বাজারের পতনের ঘটনা তাদেরকে সাবধানি করে তুলেছে।
বিনিয়োগকারী আতাউর রহমান বলেন, “আগে মুদ্রানীতিকে ঘোষণা হোক, তারপর বাজারের গতি বুঝার পর বিনিয়োগে যাব”
উল্লেখ্য, ২০১৮-১৯ অর্থবছরের সরকারের মুদ্রাস্ফীতির লক্ষ্যমাত্রা ৫.৬%। অর্থনৈতিক সমীক্ষা ২০১৮ অনুযায়ী (জুলাই-এপ্রিল,১৮) মুদ্রাস্ফীতি ৫.৮৩%।