স্টাফ রিপোর্টার: ডিএসই নোটিসের জবাবে বীচ হ্যাচারি লিমিটেডের অস্বাভাবিক শেয়ার দর বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
বাজার বিশ্লেষণে দেখা গেছে, গত এগার কার্যদিবসে কোম্পানির শেয়ার দর প্রায় ৩০ শতাংশ বেড়েছে। গত ১ অক্টোবর কোম্পানির শেয়ারের দর ছিলো ৯ টাকা ০০ পয়সা। আর ১৬ অক্টোবর হয়েছে ১১ টাকা ৭০ পয়সা। এ সময়ে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ২ টাকা ৭০ পয়সা। যা অস্বাভাবিক মনে করছে ডিএসই।
শেয়ারটি সর্বশেষ গতকাল ১১ টাকা ৫০ পয়সা থেকে ১২ টাকা ৭০ পয়সার মধ্যে লেনদেন হয়। গত এক বছরে ডিএসইতে এর সর্বনিম্ন দর ছিল ৮ টাকা ৪০ পয়সা ও সর্বোচ্চ ১৯ টাকা ২০ পয়সা।`