স্টাফ রিপোর্টার : ২ কোম্পানির শেয়ার বিক্রেতা শূন্য হয়ে পড়েছে। কোম্পানি ২টি হলো : ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স এবং গ্রামীণফোন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, বুধবার, ১৮ সেপ্টেম্বর ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ২৩৭.৯০ টাকায়। বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২৫৮.৭০ টাকায় লেনদেন শুরু হয়। সর্বশেষ কোম্পানিটর শেয়ার ২৫৮.৭০ টাকায় লেনদেন হয়েছে। এক্ষেত্রে শেয়ারটির দর ২০.৮০ টাকা বা ৮.৭৪ শতাংশ বেড়েছে এবং গ্রামীণফোনের শেয়ারের ক্লোজিং দর বুধবার ছিল ৩০৮.৪০ টাকায়।
বৃহস্পতিবার ৩২০ টাকায় লেনদেন শুরু হয়। সর্বশেষ কোম্পানিটর শেয়ার ৩৩৫.৩০ টাকায় লেনদেন হয়েছে। এক্ষেত্রে শেয়ারটির দর ২৬.৯০ টাকা বা ৮.৭২ শতাংশ বেড়েছে। বর্তমানের এই কোম্পানি ২টির শেয়ার বিক্রি করার মতো কোন বিনিয়োগকারী নেই।