স্টাফ রিপোর্টার : দুই কোম্পানির সভার তারিখ ঘোষণা। কোম্পানি দুুটি হচ্ছে একমি ল্যাবরেটরিজ লিমিটেড ও বিডি ল্যাম্পস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
একমি ল্যাবরেটরিজ লিমিটেডের সভা ৯ অক্টোবর বিকাল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় গত ৩০ জুন তারিখে সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদন করা হবে। একই সভায় শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করা সংক্রান্ত সিদ্ধান্ত নেবে পরিচালনা পরিষদ।
বিডি ল্যাম্পস লিমিটেডের সভা ১০ অক্টোবর বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় গত ৩০ জুন তারিখে সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদন করা হবে। একই সভায় শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করা সংক্রান্ত সিদ্ধান্ত নেবে পরিচালনা পরিষদ।