স্টাফ রিপোর্টার : পুঁজিবাজারের তালিকাভূক্ত ২ কোম্পানি তাদের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি দুটি হচ্ছে নর্দান জুট ও শমরিতা হাসপাতাল। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
নর্দার্ন জুট তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’১৯) লোকসান থেকে বড় মুনাফা করেছে। সূত্রে জানা যায়, আলোচ্য সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৭ টাকা ৩ পয়সা। এর আগের বছর একই সময়ে ইপিএস লোকসান ছিল ৩ টাকা ৯৩ পয়সা।
আর গত ৯ মাসে (জুলাই,১৮-মার্চ,১৯) ইপিএস হয়েছে ১৮ টাকা ১২ পয়সা। এর আগের বছর একই সময়ে ইপিএস লোকসান ছিল ১০ টাকা ৩৮ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ৭৫ টাকা ১৬ পয়সা।
শমরিতা হাসপাতালের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’১৯) শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩৭ পয়সা। এর আগের বছর একই সময়ে ইপিএস ছিল ৩৯ পয়সা। আর গত ৯ মাসে (জুলাই,১৮-মার্চ,১৯) ইপিএস হয়েছে ১ টাকা ৩৮ পয়সা। এর আগের বছর একই সময়ে ইপিএস ছিল ১ টাকা ২৪ পয়সা।
আলোচ্য সময়ে কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ৫২ টাকা ১৪ পয়সা।