স্টাফ রিপোর্টার : ৩১ ডিসেম্বর ২০১৭ সমাপ্ত অর্থবছরে বিনিয়োগকারীদের জন্য ২৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে ফারইস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স লিমিটেডের পরিচালনা পর্ষদ। গত বছর কোম্পানিটি ১৫ শতাংশ নগদ এবং ২০ শতাংশ বোনাসসহ মোট ৩৫ শতাংশ লভ্যাংশ দিয়েছিল। সে হিসেবে এবছর কোম্পানিটি ২৮.৫৭ শতাংশ লভ্যাংশ কম দিয়েছে। কেম্পানি সূত্রে এ তথ্য জানা যায়।
আগামী ২৯ নভেম্বর সকাল সাড়ে ১০টায় কোম্পানির নিজস্ব ভবনে কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম)অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট ১২ নভেম্বর নির্ধারণ করা হয়েছে।