স্টাফ রিপোর্টার : পুঁজিবাজারে তালিকাভুক্ত ১৪ কোম্পানির পরিচালনা পর্ষদ সভা শনিবার, ২৬ অক্টোবর অনুষ্ঠিত হবে। কোম্পানিগুলোর সভায় ৩০ জুন, ২০১৯ সমাপ্ত বছরের নিরীক্ষিত এবং ৩০ সেপ্টেম্বর, ২০১৯ সমাপ্ত সময়ের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও প্রকাশ করা হবে। ডিএসইর ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
কোম্পানিগুলো হলো- প্যারামাউন্ট টেক্সটাইলের সভা এদিন বিকেল ৪টায়, ড্যাফোডিল কম্পিউটার লিমিটেডের সকাল সাড়ে ১০টায়, সিলকো ফার্মার বিকেল সাড়ে ৩টায়, জিপিএইচ ইস্পাত লিমিটেডের দুপুর ২টায়, কনফিডেন্স সিমেন্ট লিমিটেডের বিকেল ৩টায়, বেঙ্গল উইন্ডসোর থার্মোপ্লাস্টিকস লিমিটেডের বিকেল ৪টায়, নাহী অ্যালুমনিয়াম লিমিটেডের বিকেল সাড়ে ৩টায়, নাভানা সিএনজি লিমিটেডের বিকেল সাড়ে ৩টায়, জুট স্পিনার্স লিমিটেডের সকাল ১১টায় অনুষ্ঠিত হবে।
এছাড়াও প্যাসিফিক ডেনিমস লিমিটেডের বিকেল সাড়ে ৪টায়, আফতাব অটোমোবাইল লিমিটেডের বিকেল ২টা ৩০ মিনিটে, ইসলামী ব্যাংক লিমিটেডের সকাল ১১টায়, ইষ্টার্ণ ইন্স্যুরেন্স লিমিটেডের সকাল সাড়ে ১১টায় ও ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের পর্ষদ সভা দুপুর ১২টায় অনুষ্ঠিত হবে।