স্টাফ রিপোর্টার: আজ সোমবার অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে জেনারেশন নেক্সট ফ্যাশন লিমিটেড।
কোম্পানি সূত্রে জানা গেছে, কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.০১ টাকা। কোম্পানিটিতে শেয়ার প্রতি নিট সম্পদ (এনএভিপিএস) দাড়িঁয়েছে ১২.৬০ টাকা এবং শেয়ার প্রতি কার্যকরি নগদ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ০.০৯ টাকা।
ঘোষিত লভ্যাংশে শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২২ নভেম্বর সকাল ১১টায়, কোম্পানির ফ্যাক্টরি প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামি ৩০ অক্টোবর।