স্টাফ রিপোর্টার : সাফকো স্পিনিং মিলসের ২০১৮-১৯ অর্থবছরের আর্থিক হিসাবে আন্তর্জাতিক হিসাব মান (আইএএস) লঙ্ঘন করা হয়েছে বলে জানিয়েছেন নিরীক্ষক।
এছাড়া বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের নির্দেশনা অমান্য করা হয়েছে। কোম্পানিটির ২০১৮-১৯ অর্থবছরের আর্থিক হিসাব নিরীক্ষায় এই তথ্য জানিয়েছেন নিরীক্ষক।
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের নোটিফিকেশন এসইসি/সিএমআরআরসিডি/২০০৫-১৫৯/এডমিন/০২/১০ অনুযায়ি, কোম্পানির পরিচালকদের ঘনিষ্ট আত্মীয় স্বজনদের ঋণ প্রদানের ক্ষেত্রে শেয়ারহোল্ডারদের অনুমতি লাগে। কিন্তু সাফকো স্পিনিং কর্তৃপক্ষ এ জাতীয় কোন অনুমতি নেয়নি।
এদিকে আন্তর্জাতিক হিসাব মান (আইএএস) ১৬ এর ৩৪ অনুযায়ী, সম্পদ ৩-৫ বছর অন্তর ধারাবাহিক পূণ:মূল্যায়ন করতে হয়। কিন্তু সাফকো স্পিনিং কর্তৃপক্ষ ২০১২ সালের সেপ্টেম্বরে পূণ:মূল্যায়ন করলেও এরপরে আর করেনি।
উল্লেখ্য, ২৯ কোটি ৯৮ লাখ টাকা পরিশোধিত মূলধনের সাফকো স্পিনিংয়ে ২৩ কোটি টাকার রিজার্ভ রয়েছে। আর কোম্পানিটির শেয়ার দর রয়েছে ৭.৯০ টাকা।