স্টাফ রিপোর্টার: সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিক্রেতা সংকটে হল্টেড হয়েছে তালিকাভুক্ত টেলিযোগাযোগ খাতের বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেড (বিএসসিসিএল)।
ডিএসই সূত্রে জানা গেছে, লেনদেন শুরুর প্রথম আধা ঘন্টায় কোম্পানির শেয়ারে ক্রেতা থাকলেও বিক্রেতার ঘরে কাউকে পাওয়া যায়নি।আজ সকাল ১১টার দিকে কোম্পানিটির ক্রেতার ঘরে ৪ লাখ ১০ হাজার ৭২১টি শেয়ার ১০৮.৫০ টাকায় কেনার আবেদন থাকলেও কোন বিক্রেতা নেই।
এ সময় কোম্পানির শেয়ার দর ৯.৯৩ শতাংশ বেড়ে সর্বশেষ ১০৮.৫০ টাকায় লেনদেন হয়। কোম্পানিটির ২ লাখ ৫৪ হাজার ৭৪৭টি শেয়ার মোট ৩৫৪ বার হাতবাদল হয়। যার বাজার মুল্য ২ কোটি ৭৬ লাখ ২৪ হাজার টাকা।