স্টাফ রিপোর্টার: সপ্তাহের চতুর্থ কার্যদিবসে ক্রেতা বিক্রেতা সংকটে হল্টেড হয়েছে তালিকাভুক্ত প্রাইম লাইফ ইন্স্যুরেন্স, সান লাইফ ইন্স্যুরেন্স, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, আল-হাজ টেক্সটাইল, আনলামি ইয়ার্ন, পদ্মা লাইফ ও ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক লিমিটেড। দুপুর দেড়টায় ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, বুধবার বাজারে বিমা কোম্পানিগুলোর শেয়ার দরে ব্যাপক উত্থানে দেখা গেছে। এসময় এখাতের ৪টি কোম্পানি বিক্রেতা সংকটে হল্টেড হয়েছে। এছাড়া বস্ত্র খাতের দুইটি কোম্পানি বিক্রেতা সংকটে হল্টেড হয়েছে।

১০ শতাংশ দর বেড়েছে হল্টেড হয়েছে প্রাইম লাইফ ইন্স্যুরেন্স ও সান লাইফ ইন্স্যুরেন্স। এসময় কোম্পানিগুলোতে ক্রেতা থাকলেও বিক্রেতা ছিল না।
এদিকে, ৯.৯৯ শতাংশ দর বেড়ে হল্টেড হয়েছে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স। এসময় কোম্পানিটির শেয়ার সর্বশেষ ১১৪.৫ টাকায় লেনদেন হয়েছে।

এছাড়া বস্ত্র খাতের আল- হাজ টেক্সটাইলের শেয়ার ৯.৯৫৫ শতাংশ ও আনলিমা ইয়ার্নের ৯.৭৮৩ শতাংশ ও পদ্মা লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার ৯.৬৯২ শতাংশ বেড়ে হল্টেড হয়েছে।
এছাড়া ডিভিডেন্ড বাতিল হয়ে যাওয়ায় সর্বোচ্চ দর পতনে ভুগছে ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক।