স্টাফ রিপোর্টার : স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড গত ৩১ ডিসেম্বর,২০১৯ তারিখে সমাপ্ত বছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি আলোচিত বছরের জন্য শেয়ারহোল্ডারদেরকে ১০ শতাংশ লভ্যাংশ দেবে। এর অর্ধেক নগদ, বাকী অর্ধেক বোনাস।
মঙ্গলবার, ২৪ মার্চ অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে আলোচিত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশের এ সিদ্ধান্ত নেওয়া হয়।
আলোচিত বছরে সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ার প্রতি আয় বা ইপিএস হয়েছে ১ টাকা ৫৭ পয়সা। আর এককভাবে ইআপিএস হয়েছে ১ টাকা ৫৬ পয়সা।
আগামী ১৮ মে কোম্পানির বার্ষিক সাধারণ সভা বা এজিএম অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৬ এপ্রিল।