স্টাফ রিপোর্টার: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার (৫নভেম্বর) ৭৮.৯২ শতাংশ বা ২৬০৯ টাকা ৮০ পয়সা শেয়ার প্রতি দাম কমে দাম কমার শীর্ষে (টপটেন লুজার) উঠে এসেছে স্টাইলক্রাফট লিমিটেড।
ডিএসই সূত্র অনুযায়ী,৫ নভেম্বর শেয়ারটি সর্বশেষ ৬৯৭ টাকা ০০ পয়সা দামে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ৫৭ ট্রেডে ৭৮৮ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৫৪ হাজার টাকা।
ডিএসইতে কোম্পানিটির সর্বশেষ বাজারমূল্য ৬৯৭ টাকা ০০ পয়সা থেকে ৬৯৭ টাকা ০০ পয়সায় মধ্যে উঠানামা করছে। গত এক বছরে ডিএসইতে এর সর্বনিম্ন দর ছিল ৬৯৭ টাকা ০০ পয়সা ও সর্বোচ্চ ৪৯০০ টাকা ০০ পয়সা।
লুজারে ৯.৭৬ শতাংশ বা ১০ টাকা ২০ পয়সা শেয়ার প্রতি দাম কমে দ্বীতীয় স্থানে রয়েছে খুলনা পাওয়ার কোম্পানি লি.(কেপিসিএল)। লুজারে ৯.৭৪ শতাংশ বা ৯ টাকা ৭০ পয়সা শেয়ার প্রতি দাম কমে তৃতীয় স্থানে রয়েছে এমজেএল বাংলাদেশ লিমিটেড।

লুজারের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো-ইন্দোবাংলা ফার্মা, মার্কেন্টাইল ইন্সুরেন্স কোম্পানি লি., সিলভা ফার্মা, সায়হাম কটন মিলস লি.. নুরানী ডাইং এন্ড সোয়েটার লিমিটেড, এম.এল ডাইং, মতিন স্পিনিং মিলস্ লি.।