স্টাফ রিপোর্টার: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার মূল্য সূচকের উত্থানের মধ্যেদিয়ে লেনদেন শুরু হয়েছে। আজ ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ৬৭.৭% কোম্পানির শেয়ারের দর বেড়েছে। এদিন বেলা সাড়ে ১১ টা ০০মিনিট পর্যন্ত ডিএসইতে ৯২ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, এই সময়ে ডিএসইতে ২৭০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৮৩ টির, কমেছে ৫৫ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২ টির।
১১ টা ০০ মিনিট পর্যন্ত মার্কেট চিত্র দেখুন

ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ২৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৪২২ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক ৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ২৪৫ পয়েন্টে। ডিএস৩০ সূচক ৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৯০০পয়েন্টে।