সূচক ডাইনট্রেন্ড অবস্থান করছে। রবিবার ও সোমবার ডাইনট্রেন্ড স্লো হয়ে ডোজি ক্যান্ডেল হয়। টেকনিক্যাল বিশ্লেষণ অনুযায়ী মঙ্গলবার (৮মে,১৮) বড় রেড ক্যান্ডেলে ডাইনট্রেন্ড গতি কনফার্ম করে। সূচক পরবর্তী সাপোর্ট লাইনের দিকে ছুটছে।
সূচক পরবর্তী সাপোর্ট জোন ৫৪৯০ পয়েন্টে অবস্থান করছে।

উল্লেখ্য, যথেষ্ট পরিমান বায়ার আসলে শর্ট টাইমে আপট্রেনোড যাওয়ার সুযোগও রয়েছে তবে টেকনিক্যাল বিশ্লেষণ অনুযায়ী সে সম্ভবনা কম।