স্টাফ রিপোর্টার : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার মূল্য সূচকের পতনের মধ্যদিয়ে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ৫৭ শতাংশ কোম্পানির শেয়ারের দর কমেছে । ডিএসইতে ১০৬৪ কোটি ৪৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, আজ ডিএসইতে ৩৩১ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১০৪ টির, কমেছে ১৮৯ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩ টির।
ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ২৯ পয়েন্ট বা ০.৫২ শতাংশ কমে ৫ হাজার ৫০০ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৪.৫ পয়েন্ট বা .৩৫ শতাংশ কমে অবস্থান করছে এক হাজার ২৭১ পয়েন্টে। ডিএস৩০ সূচক দশমিক ১২ পয়েন্ট বা .৬২ শতাংশ কমে দাঁড়িয়েছে এক হাজার ৯১৯ পয়েন্টে।