স্টাফ রিপোর্টার : ক্যাপিটাল মার্কেট জার্নালিষ্টস ফোরাম (সিএমজেএফ) সভাপতি ও চ্যানেল ২৪’র আউটপুট এডিটর হাসান ইমাম রুবেলের মা, শওকত আরা হাবিব বৃহস্পতিবার, ৩০ এপ্রিল রাত পৌনে ৯টায় রাজধানীর গ্রীণরোডের কমফোর্ট হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহে অইন্না ইলাইহে রাজিউন।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি ক্যান্সার রোগে ভুগছিলেন। রাতেই তাঁর মরদেহ গ্রামের বাড়ি কুষ্টিয়ার ভেড়ামারায় নিয়ে যাওয়া হয়েছে। সেখানে জানাজা শেষে শুক্রবার, ০১ মে পারিবারিক গোরস্থানে স্বামীর পাশে তাকে দাফন করা হবে।
সিএমজেএফ পরিবারের পক্ষ থেকে মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়েছে। একইসঙ্গে শোক সন্তোপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে। তিনি ২ ছেলে ২ মেয়েসহ অসংখ্যাগুনগ্রাহী রেখে গেছেন।