স্টাফ রিপোর্টার : ইন্ট্রাকো রিফুয়েলিংয়ের সাবসিডিয়ারি ৫ কোম্পানিকে মার্জ করার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটি। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।
ডিএসই সূত্রমতে, কোম্পানির বোর্ড সভায় পরিচালকরা তাদের সাবসিডিয়ারি আব্বাস, এলিয়াস এন্টারপ্রাইজেস লিমিটেড, ইস্ট এন্ড অটোমোবাইলস লিমিটেড, এম হাই অ্যান্ড কোং সিএনজি রেফুয়েলিং স্টেশন লিমিটেড, গুড সিএনজি রেফুয়েলিং স্টেশন লিমিটেড এবং নেসা অ্যান্ড সন্স লি কে তাদের সাথে মার্জ (একত্রিত) করার সিদ্ধান্ত নিয়েছে।
ইন্ট্রকো সাবসিডিয়ারি কোম্পানিগুলোর ৯৫ শতাংশের বেশি ধারণ করছে। মার্জ করার মাধ্যমে সাবসিডিয়ারি কোম্পানিগুলোর সমস্ত সম্পদ ও দায়ভার গ্রহণ করবে ইন্ট্রকো। এতে সাবসিডিয়ারি কোম্পানির পরিচালন খরচ হ্রাস পাবে, লভ্যাংশ জনিত ডবল ট্যাক্সেসন মুক্ত হবে ইন্ট্রকো। যেমন সাবসিডিয়ারি কোম্পানির লভ্যাংশের উপর একবার ট্যাক্স প্রদান করতে হয় আবার মূল কোম্পানির লভ্যাংশের উপর ট্যাক্স প্রদান করতে হয়।
এছাড়াও পুঁজিবাজারে তালিকাভূক্ত কোম্পানির কর হার ২৫ শতাংশ। আর পুঁজিবাজারে অতালিকাভূক্ত কোম্পানির কর হার ৩৫ শতাংশ। ফলে সাবসিডিয়ারি কোম্পানিগুলোর মার্জ করার মাধ্যমে কম কর প্রদান করেও ইন্ট্রকো লভ্যংশের পরিমান বাড়াতে পারবে।
ইন্ট্রকো সাবসিডিয়ারি কোম্পানিগুলো মার্জের মাধ্যমে সমস্ত শেয়ার অর্জন করবে। অবশ্য এ সিদ্ধান্ত বিএসইসি, ইজিএমে শেয়ারহোল্ডারদের অনুমোদন এবং কোর্টের অনুমতি সাপেক্ষে।