বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের যোগ্যতা অর্জনের ঐতিহাসিক সাফল্য উদযাপন উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
উক্ত আলোচনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কমিশনের চেয়ারম্যান ড. এম খায়রুল হোসেন। এছাড়াও কমিশনের কমিশনারবৃন্দও উক্ত সভায় বক্তব্য প্রদান করেন। এসময় সভায় উপস্থিত ছিলেন, কমিশনের নির্বাহী পরিচালকবৃন্দ এবং সকল গ্রেডের কর্মচারীবৃন্দ।
আলোচনা অনুষ্ঠানে সূচনা বক্তব্য রাখেন কমিশনের নির্বাহী পরিচালক ফরহাদ আহমেদ এবং মূল প্রবন্ধ উপস্থাপন করেন কমিশনের নির্বাহী পারিচালক এটিএম তারিকুজ্জামান।
সভায় স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে বাংলাদেশের উত্তরণে সাফল্যের জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জ্ঞাপন করা হয়।
উল্লেখ, সাফল্য উদযাপন উপলক্ষ্যে আয়োজিত শোভাযাত্রায় কমিশনের পক্ষ থেকে সকল শ্রেণীর কর্মচারীবৃন্দ অংশগ্রহন করবে।
অর্থসূচক/টিটি