স্টাফ রিপোর্টার: গত সপ্তাহে ডিএসইতে দরপতনের তালিকায় শীর্ষে অবস্থান করছে এমএল ডাইং লিমিটেড। সপ্তাহ শেষে কোম্পানিটির শেয়ার দর ১৭ দশমিক শূন্য ৯ শতাংশ কমেছে। ডিএসই সুত্রে এ তথ্য পাওয়া গেছে।
তথ্য অনুযায়ী, গত সপ্তাহে ডিএসইতে এমএল ডাইংয়ের ৬৩ কোটি ৭ লাখ টাকা ৪৪ হাজার মূল্যের শেয়ার কেনাবেচা হয়েছে। দৈনিক গড় লেনদেনের পরিমাণ ছিল ১২ কোটি ৬১ লাখ ৪৮ হাজার ৮০০ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে মুন্নু জুট স্টাফলার্স লিমিটেড। সপ্তাহ শেষে কোম্পানিটির শেয়ার দর ১৫ দশমিক ৫৬ শতাংশ কমেছে। গত সপ্তাহে কোম্পানির ৭ কোটি ৯৫ লাখ টাকা ৪৭ হাজার মূল্যের শেয়ার কেনাবেচা হয়েছে। দৈনিক গড় লেনদেনের পরিমাণ ছিল ১ কোটি ৫৯ লাখ ৯ হাজার ৪০০ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছে সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস। সপ্তাহ শেষে কোম্পানিটির শেয়ার দর ১০ দশমিক ৫৯ শতাংশ কমেছে। গত সপ্তাহে কোম্পানির ১৫ কোটি ৯ লাখ টাকা ৩৮ হাজার মূল্যের শেয়ার কেনাবেচা হয়েছে। দৈনিক গড় লেনদেনের পরিমাণ ছিল ৩ কোটি ১ লাখ ৮৭ হাজার ৬০০ টাকা।
তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানি হচ্ছে- প্রাইম টেক্সটাইল স্পিনিং মিলস, ফার ইস্ট নিটিং এন্ড ডায়িং ইন্ডাস্ট্রিজ, কুইন সাউথ টেক্সটাইল মিলস, আইটি কনসালটেন্টস, ন্যাশনাল টিউবস, ভ্যানগার্ড এএমএল বিডি ফিন্যান্স মিউচুয়াল ফান্ড-১ ও এসকে ট্রিমস এন্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড।