স্টাফ রিপোর্টার : পুঁজিবাজারে তালিকাভূক্ত কোম্পানি সিলভা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ১৮ তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে।
সোমবার, ২৫ নভেম্বর রাজধানীর ধানমন্ডিতে হোয়াইট হল কনভেশন সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।
কোম্পানির চেয়ারম্যান সিলভানা মির্জা শেয়ারহোল্ডারদের স্বাগত জানিয়ে সভা পরিচালনা করার জন্য ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ডাঃ সায়রা খানকে আহ্বান জানান।
ডাঃ সায়রা খান কোম্পানির অর্থনৈতিক অবস্থা সর্ম্পকে বিস্তারিত আলোকপাত করে বলেন, সকলের সহযোগিতা অব্যাহত থাকলে ভবিষ্যতে বিক্রয় ও মুনাফা বৃদ্ধি পাবে।
তিনি শেয়ারহোল্ডারদের সামনে বার্ষিক সাধারণ সভার আলোচ্যসূচি উপস্থাপন করেন।
গৃহীত সিদ্ধান্ত সমূহ উপস্থিত শেয়ারহোল্ডাররা তুমুল করতালির মাধ্যমে সর্বসম্মতিক্রমে অনুমোদন করেন।