স্টাফ রিপোর্টার : লোকসানের হাত থেকে কৃষককে রক্ষায় ভোলায় ধান সংগ্রহ কার্যক্রম জোরদার করেছে খাদ্য বিভাগ। গত এক সপ্তাহে কৃষকের কাছ থেকে সরাসরি একশ’ ১০ টন ধান সংগ্রহ করা হয়েছে।
খাদ্য অধিদপ্তরের কর্মকর্তরা জানান, প্রতিদিন অর্ধশতাধিক কৃষক তাদের উৎপাদিত ধান নিয়ে গুদামে ভিড় করছেন। নিয়ম অনুযায়ী তাদের কার্ড যাচাই ও ধান পরীক্ষা করে গুদামে তোলা হচ্ছে।
এবার জেলায় ২ হাজার ৩শ’ ১৬ টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। আগামী ৩১শে আগস্ট পর্যন্ত ধান সংগ্রহ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। এদিকে, সরকার নির্ধারিত দামে ধান বিক্রি করতে পেরে খুশি কৃষকরা।